শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রাণ পুরুষ। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় এই মহান নেতার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ছায়ার মত নিরলস পরিশ্রম করেছিলেন যে কয়জন তাঁদের মধ্যে অন্যতম জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান। বাঙালীর এ বরেণ্য সন্তান ১৯২৩ সালের ২৬ জুন রাজশাহীর নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম বেগম জেবুন্নিসা এবং পিতার নাম আব্দুল হামিদ।
জনাব এ.এইচ.এম. কামারুজ্জামান ১৯৭০ সালের সাধারন নির্বাচনে রাজশাহী থেকে জাতীয় পরিষদের সদস্য (এমপি) নির্বাচিত হন। বাঙ্গালির মুক্তি সংগ্রামে এ.এইচ.এম. কামারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। এ.এইচ.এম. কামারুজ্জামান ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর দুই আসন থেকে জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। ১৯৭৪ সালে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন এবং আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন। ১৯৭৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি পুনরায় মন্ত্রীসভায় শিল্পমন্ত্রী হিসেবে যোগদান করেন। ৩ নভেম্বর ১৯৭৫ জেলের অভ্যন্তরে নির্মমভাবে তাঁকে হত্যা করা হয়। ৫ নভেম্বর ১৯৭৫ সালে রাজশাহীর কাদিরগঞ্জ পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
Shahid A.H.M Kamaruzzaman
Shahid A.H.M Kamaruzzaman was one of the most valiant leader of the liberation war of Bangladesh. The role of this great politician was very important in establishing an independent Bangladesh. In the struggle of gaining freedom for Bangladesh, National leader Shahid A.H.M Kamaruzzaman was one of the political activists who followed the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman wholeheartedly and tirelessly. This noble person was born on 26 June 1923 in the Natore district of Rajshahi. His mother’s name was Begum Jebunnisa and his father’s name was Abdul Hamid.
Shahid A.H.M Kamaruzzaman was elected Member of Parliament (MP) from Rajshahi in the 1970’s general election. And later in the liberation struggle of Bengalis, Shahid A.H.M Kamaruzzaman played a crucial role. During the great liberation, he was the Minister of Home, Agriculture and Relief and Rehabilitation of the Expatriate Government. Shahid A.H.M Kamaruzzaman was elected Member of Parliament (MP) from two constituencies in Rajshahi in the 1973 National Elections. He resigned from the cabinet in 1974 and was elected president of the Bangladesh Awami League council. He served as the president of the Bangladesh Awami League till February 1975. In 1975, he rejoined the cabinet as Minister of Industries. On 3 November 1975, he was brutally murdered inside the jail. He was buried on 5 November 1975 at Kadirganj Family Cemetery in Rajshahi.