অবস্থান :
প্রতিষ্ঠানটি রাজশাহী মহানগরের উপশহর হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত।
ভৌত অবকাঠামো :
প্রতিষ্ঠানে ২ টি (১ টি নির্মাণাধীন) পাকা, ১ টি আধাপাকা টিনের ঘর আছে। যাতে কক্ষ রয়েছে ২০ টি। কক্ষগুলো অধ্যক্ষের কক্ষ, অফিস কক্ষ, শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন, কম্পিউটার ল্যাব, ছাত্রী কমন রুম, লাইব্রেরি, বিজ্ঞানাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে।