জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান-এর নামে কলেজটি উত্তরবঙ্গে শিক্ষা বিস্তারে এক অনন্য ও পথিকৃত প্রতিষ্ঠান। ৩০ বছরের পথ পরিক্রমায় জাতির মেধা ও মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। নানাবিধ সীমাদ্ধতার মধ্যে এ কলেজটি তাঁর গৌরবের উত্তরাধীকার বহন করে চলেছে। উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সমাহারে কলেজটি তাঁর কার্যক্রম অব্যাহত রেখেছে। সেই সাথে কলেজ শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সকলেই নিরলসভাবে কাজ করে চলেছে।
আমার অধ্যক্ষের দায়িত্ব পালনকালীন সময়ে কলেজটি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এর পক্ষ থেকে শুভাকাংক্ষী ও শুভানুধ্যায়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন